আমার সবকথা আজ তুমি কেড়ে নিয়েছো কবি
ফিরিয়ে দিয়েছো আমায় এক আকাশ শূন্যতা
আমার সকাল দুপুর কিংবা শান্ত বিকেল সন্ধ্যায়
কেবলই ছুঁয়ে ছুঁয়ে থাকে বিশাল নীরবতা।।


আমার রাতের স্বপ্ন লেগে থাকা দু’চোখের গভীরে
তুমি এঁকে দিয়েছো নিয়তই বিশাল জলরাশি
আমি তারই বুক বেয়ে সাঁতার কাটি রোজ
কখনো ডুবি অতলে, কখনও বাজলে ভাসি।।


আমার সারা আকাশ জুড়ে ছিল সারিসারি মেঘ
সাদা বকের পাখায় ছিল উচ্ছলতায় ভরপুর
তুমি সব রং ছড়ালে তোমার কবিতার ক্যানভাসে
আমার আকাশ জুড়ে রইলো শুধু বৃষ্টিহীন রোদ্দুর।।


আমার দিন কাটতো কুঞ্জবনে মনের সুখে গান গেয়ে
প্রজাপতি খেলে বেড়াতো আঁচলের ভাঁজেভাঁজে
আমার সব কথা কেড়ে নিলে কবি কলমের আঁচড়ে
দু’পায়ের নূপুর খুলে বেঁধে দিলে সংসারের কাজে।।


যখন দূরের আকাশে চাঁদ ঢাকতো মেঘের আড়ালে
সারারাত ধরে জমতো জোনাকির সাথে খেলা
আজ জোনাকিরা সব ভীড় করেছে তোমার বারান্দায়
আমার ঘুমহীন চোখে জমে না আর স্বপ্নের মেলা।।


দুঃখ-সুখের কত কথা ভেসে গেছে সুদুরে গান হয়ে
কখনো মিশে গেছে বাউলের একতারাতে চেনা পথ ধরে
আজ সব সুর গেঁথে আছে তোমারই প্রাণের বীণায়
আমারে রাখলে দূরে, পড়ে রইলাম একা ধূলার পড়ে,


আমার মনের কথারা উড়ে যেতো দূরের ঐ আকাশে
মেঘের ভেলায় ভেসে ঠিকানা বিহীন লাল- নীল খামে
সব কথা কেড়ে নিলে তুমি সাজালে কবিতার অক্ষরে
পারো কি কবি লিখতে একটি কবিতা আমার নামে !!


২১ মার্চ, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।