আর বুঝি কবিতা লেখা হবে না
তাই দিয়ে গেলাম তোমারে
অামার সকল ভাবনার ভার ;
বইতে পারবে তো আমার কথা
আজো যা হয়নি বলা, হয়নি যা লেখা
যা কিছু আমার, সকল অহংকার !!
মাঝে মাঝে আমার এমনিই হয়
গাইতে পারিনা কোনো গান
ভুলে যাই সেতারের সুর ;
কেবল ঢেউ আসে সহসা
আছড়ে পড়ে বুকে, ভাঙ্গে এপার-ওপার
ঘুম ভাঙ্গে, তবু আসেনা রোদ্দুর ।।
কখনো আমি পথ হারাই পথে
চিনতে পারিনা নিজেরে
ভেবে পাইনা আমার ঠিকানার সন্ধান ;
ঠিক তখনই মনে পড়ে তোমায়
যদি হাত বাড়াও, একসাথে পথ হাঁটি
হয়তো পথভোলার ব্যথা হবে অবসান ।।
আমার আর বুঝি কবিতা লেখা হবে না
এমনিই কেটে যাবে সকাল দুপুর
বিকেলের রঙা রবি আঁকবে না আর ছবি;
আমি বসবো না আর বটের ছায়ায়
কেবল নির্ঘুম কাটবে রাত, নিরালায়
অপেক্ষায়, কবে আসবে সেই কবি....


১০ জানুয়ারি ২০১৬।