কষ্টের গলায় ঢেলে দিলাম কয়েকফোটা বিষ
নিস্তেজ হয়ে পড়লো কষ্টের পুরো দেহ;
দেখি মৃত্যুর ভিড, কৌশলে সরে আসি দূরে
আমি তো এখন আর নই তার কেহ ।।


কফিনে বন্দি হলো কষ্টের যত আস্ফালন
উড়ে গেল দম্ভ আকস্মাৎ নিঃশ্বাস ছাড়ি ;
ছিল সে দোসর আমার আজন্ম বিদ্যমান
চেপেছিল বুকের ভিতর পাথরসম ভারি ।।


সকলে বইল শবদেহ নিজ নিজ কাঁধে
আত্মগোপন করি আমি জনতার ভিড়ে;
সেখানে গড়ে ওঠে শক্ত প্রাচির সমাধির
অবশেষে এইখানে-
আমি আসি আবার ফিরে ।।


২০ মার্চ ২০১৮
ঢাকা, বাংলাদেশ।