মা মাটি
------------
বাংলা মায়ের দামাল ছেলে আমি
শত্রু দেখে আর করিনা ভয়
আবার যদি কালোরাত্রি আসে
বীরের মতই ভয় করবো জয় ।।


পাক হানাদার দোসর আছে যত
এই মাটিতেই জ্বালিয়ে করব ছাই
মায়ের মুখে ফুটবে কেবল হাসি
একই সাথে লড়বো সকল ভাই!!


সেদিন ওরা আসলো চুপিচুপি
নীরব ঘাতক নরপশুর মত
স্বাধীনতা করতে এসে হরণ
বীরের হাতে মরলো শতশত।


রক্ত ঝরা এই মাটিরই বুকে
আমরা সবাই হবো সোনার ছেলে
লাল সবুজের ঐ পতাকার বুকে
মায়ের স্বপ্ন উঠবে দুলেদুলে।।


লক্ষ প্রাণের ত্যাগের বিনিময়ে
স্বাধীনতার উড়লো নিশান ঘরে
জীবন দিয়ে এই পতাকার মান
শপথ নিলাম রাখবো সবাই ধরে ।।


মা মাটিকে রাখবো মাথার পরে
এদেশ হবে সকল দেশের সেরা
সুখে দুঃখে বাঁচবো মিলে মিশে
ভালবাসায় থাকবে হৃদয় ভরা।।


২৫ মার্চ ২০১৭।
ঢাকা, বাংলাদেশ ।