পথের ধারে ন্যাংটো রাজা
দিচ্ছে সবারে গাল
সে নাকি এই ভবের গুরু
পাগল যে মাতাল ।।
সংসারে তার নেই কোনো দাম
মত্ত মদের ভাড়ে
ভক্ত পাড়ার লোক সকলে
চেনে তারে হারেহারে
উল্টো পথে চলে যে রাজা
ঘর খুঁজে না পায়
আলগা করে গায়ের বসন
ডিগবাজি সে খায় ।।
সবাই বলে ঐ বেটা যে
মস্ত মাদক খোর
ডোবার কাদায় ডুবলে পরে
কাটবে তবে ঘোর ।।
তখন কি আর লাভ হবে তার
মরলে মদের তোড়ে
ঘৃণাই শুধু পেয়ে যাবে
সব মানুষের দোরে ।।
ইতর প্রাণীর চেয়েও ইতর
বিষ্ঠা মেখে মুখে
মদের নেশায় বুঁদ হয়ে তুই
থাকিস মহা সুখে।
হতচ্ছাড়া, ভেকধারী তুই
বর্জিত বাছাধন
হেনকালে জাতের পাতে
হোক তোর নবায়ন।।
মাদক ছেড়ে ভাতের গন্ধ
নে মেখে তোর গায়ে
উৎসবে সব, সুখের হাওয়া
ছড়াক শহর-গাঁয়ে।।