সাত সকালে মিষ্টি সুরে
বলল এসে পাখি-
ডানায় ভরে রোদ এনেছি
খোলরে এবার আঁখি ।।


ভোরের সূর্য ঝাপি ভরে
মিষ্টি  রোদের সাথে-
তোর জন্য মুঠো ভরে
ছন্দ দিলো হাতে ।।


ছন্দগুলো ছড়িয়ে দিবি
কাশ বনেরই হাওয়ায়
দেখবি কেমন পথভোলারা
গান শুনিয়ে যায় ।।


বিষন্নতায় ক্লান্ত পথিক
অশ্রু ছড়ায় বনে-
ছন্দ-সুরের মিলন দেখে
স্বপ্ন জাগবে মনে ।।


সেই আশাতে আমি থাকি
হাজার পাখির ভীড়ে -
সাঝবেলাতে স্বপ্ন নিয়ে
ফিরবো আপন নীড়ে ।।


সূর্য তখন দেখবে আমার
স্বপ্ন ভরা ডানায়-
ভালবাসায় রাত রাঙাতে
ভরা আছে জোছনায় ।।


বললো পাখি, কাল সকালে
আবার বলবো ডেকে-
দুয়ার খুলে ভোরের আলোয়
দু’চোখে রেখো মেখে ।।


১৮ আগষ্ট মঙ্গলবার ২০১৫ ।।