মৃত মানুষটির দিকে তাকিয়েছিলাম,
একবারও মনে হয়নি
সে হিন্দু-মুসলিম-খ্রিস্টান নাকি বৌদ্ধ;
কেবলই মনে হয়েছে
তার সকল কর্মের সৌহার্দে
আজই রচিত হলো কবরের ফলকে
পুণ্যতার এক স্মৃতিসৌধ !!


ধূপের গন্ধ তাঁর চারপাশ ঘিরে
বাতাস আসে ফিরে ফিরে
কোন্ কাননে কুসুম দীপ্তে
তারে লয়ে যাবে ধীরে ধীরে ?


স্তব্ধ তার হৃদস্পন্দন
স্পর্শ করেছি অচঞ্চল নিথর দেহ,
হীমনদীতে ছুটে চলেছে তার যান
আর কি তারে ছুঁতে পারি কেহ ?


বিদায়ের সুরেন্দ্র ধ্বনি বাজে
দেবতা তার অন্তরে বিরাজে,
মুখে জড়ানো মুক্তোর হাসি
কানে কানে বলে যায় সে
“মৃত্যুকেই ভালোবাসি” ।