নিখাদ জীবন
============
কতবার আকাশ ছেয়েছে জমকালো মেঘে
ক্ষয়েছে ভিত্তির সুবিস্তর প্রস্তর তর্কের গর্জনে
শক্ত দুইহাতে সরায়েছি যত উৎকন্ঠা- উদ্বেগ
সংকল্পে রয়েছি অদমিত, সাধন মুক্তি অর্জনে ।।


প্রবল খরস্রোতেও ভগ্ন করেনি হৃদয় আমায়
উঠোনে কলতান, রাতদিন কবিতায় ভরপুর;
সীমাহীন ধৈর্য আমায় করেছে বলবান
ধিক্কার দিয়েছি দৃষ্টি, যা লালসায় লোভাতুর ।।


প্রত্যাখ্যাত আক্রমন রক্তাক্ত করেছে হৃদয়
সেখানে বয়ে গেছে অজস্র বিষের ধারা
দাহ হয়েছি বারবার সেই রোষাণল মুখে
সুতীব্র বাসনা গড়েছি পাহাড়সম খাড়া ।।


সাজানো মিথ্যের কাছে আগুন দেখেছি
ঝাঁপ দিয়েছি, না বুঝে রাতের অন্ধকার ;
আমার বিস্তর বারান্দা কুয়াশার চাদরে ঢাকা
তবুও চোখ বুজে সকাল দেখেছি বারেবার ।।


ভেঙ্গে নিঃশেষ করেছে সকল আয়োজন
জনহীন জীবন একাই করেছি গানে পূর্ণ
সজ্জিত করেছি কন্টকপথ, জাঁকালো গ্যালারি
নির্মূল করেছি উৎকন্ঠা, ভয়কে করেছি চূর্ণ ।।


বিষপোকায় ছেয়ে গেছে উর্বর সতেজ ভূমি
সেখানে দাফন করেছি শকুনের চিৎকার ;
সুবাসিত হয়েছে রক্ত করবী, পাখির গুঞ্জন
পরিত্যাক্ত মাটিতে সাজে রঙিন ফুলের বাহার ।।


আমি নারী, বারবার সয়েছি শত পদাঘাত
তবু হইনি এতটুকু রুষ্ঠ, পথও হয়নি ভ্রান্ত;
আমি ক্ষুদ্র, নই মহিয়ান,
তবু নিজেরে রেখেছি শান্ত ।।


১৮ মার্চ, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।