নীরার স্বপ্ন
.....................
নীরার স্বপ্নগুলো খুব সাদামাটা, আর দশ জনের মত নয়
দু বেলা  শুধু মোটা চালের ভাত, গায়ে দু খানি শাড়ি ;
প্রতিদিন সকালের রোদে হাসি মাখা ছোট্ট ভাঙ্গা উঠোন,
আর পাথরের মত শক্ত দুটি হাতে দু খানি রেশমী চুড়ি ।।


তার ভাল লাগার গানগুলি মেঠোপথ বেয়ে ছুটে দিগন্তে
কখনো বেজে ওঠে বটের ছায়ায় রাখালের বাঁঁশির সুরে ;
ধানখেত পেরিয়ে গাঁয়ের বালিকার মত দৌড়ে বেড়ায়
কখনো মেঘ হয়ে ভাসে আকাশের নীলে, অনেক দূরে ।।


নীরার ঘরের কোণে মাটির প্রদীপ রোজ আলো দেয়না
কখনো জ্বলে কখনো ঘোর অন্ধকার নেমে আসে চোখে ;
সবদিন চাঁঁদও ওঠেনা, তবুও শান্ত রয় তার মেঘলা আকাশ
কখনো বৃষ্টি ঝরে, সারাদিনের ক্লান্তি  সোহাগে রাখে ঢেকে ।।


নীরা রোজ অভাব আর দুঃখের অথই সাগরে সাঁতার কাটে
কলসি ভরে রোজ জল আনে, ঢালে রোপিত স্বপ্নের বীজে ;
কখনো ডুবে না, ভাসেও না নিরাশার অন্ধকার স্রোতে
ছোট ছোট স্বপ্নগুলো জড়িয়ে রাখে মুক্তোর কারুকাজে ।।


সংসারকে ভাঙতে দেয়না কখনো, যতনে আগলে রাখে  বুকে
প্রতিদিন ভাঙা টিনের চালায় ঝলমল করে রোদেলা দুপুর ;
মাথার উপর মস্ত আকাশ হাসে, বলে, তোকেই ভালবাসি
চৈত্রে তোর জন্যই বৃষ্টি ঢালি, প্রতিদিন আনি সোনালী ভোর ।।


নীরার চাওয়া খুব সামান্য, হয়তো অন্য দশজনের মতই
যেন নিঃসংশয়ে কাটে প্রতিদিন, পাখিরা ডেকে ওঠে সুরে ;
শীত কিংবা গ্রীষ্মে সসম্মানে গায়ে জড়িয়ে থাকুক শাড়ি
সব কাজ শেষে সন্ধ্যাবাতি জ্বালুক তার মনের মন্দিরে ।।


৩০ জানুয়ারি, ২০১৭।