নির্বোধ
============
ওদের চিৎকার শুনে ভেঙ্গে যায় আমার সুখ নিদ্রা
আত্মরক্ষার ভয়ে ওরা সকলে ছুটছে এদিক-ওদিক
উলঙ্গ মানবতা আজ উদভ্রান্ত, দিশেহারা;
আমি  থমকে দাঁড়াই, পাদুটো কিছুতেই সরে না যেনো
চাপা কান্নায় ভারি হয়ে উঠে চারপাশের অস্থির  বাতাস
আমি নিঃশ্চুপ, বেঁচে রই বিষাদে, হই অনূঢ়া ।।


ভয়ে কেঁপে উঠে উর্ধ্বগগণ, স্থির হয়ে রয় স্বর্গ কানন
আগুনের লেলিহান শিখা জ্বলে নিরপরাধীর ঘরে
মৃত মানুষের আত্মাও ফেটে পড়ে নীরব হুঙ্কারে  ;
এমন ভয়াবহ আগুনের উত্তাপ আমার  শরীরে সয়না
পাকস্থলী থেকে উগরে আসে পোড়া লাশের উগ্রগন্ধ
আমি নিরাপদ দূরত্বে  নিঃশ্চুপ, অহংকারে ।।


শকুনের অট্টহাসিতে সজোরে খোলে যায় ঘরের কপাট
ওরা নির্বিঘ্নে দলবেঁধে ছুটে আসে লালসার অন্ধকারে
লুন্ঠিত হয় ঘুমিয়ে থাকা নারীর দেহের বস্ত্র ;
প্রাণনাশের ভয়ে আমি ভাঙ্গতে  পারি না  শক্ত প্রাচীর
আবারও অর্ধমৃতের মত পড়ে থাকি সুখের নিদ্রা পাশে
কেউ কী নেবে ডেকে ? দেবে অগুনের অস্ত্র !!


ক্ষুধার্ত শিশুর  জরাজীর্ণ শরীরে বাসা বাঁধে মাঘের শীত
উত্তাপ খুঁজে বেড়ায় পথে পথে, সকল দিনই আলোহীন
অনাহারী পেট দুর্গন্ধ খাবার গিলে  গোগ্রাসে ;
শকুনের দৃষ্টি নিয়ে দূরে দাঁড়িয়ে থাকে উৎসুক জনতা
একজনও মানুষ নেই সকলেই অসংবেদী আর নির্বোধ
অধর্ম আর ষদুষ্ট আত্মা নৃত্য করে উল্লাসে ।।


২৫ নভেম্বর  ২০১৭
ঢাকা বাংলাদেশ