বাস্তুতন্ত্র পুনরুদ্ধার;
এই হোক আমাদের  অঙ্গীকার;
সবুজে সবুজে ভরে উঠুক রূপ প্রকৃতির;
আমরাই সেবক, সুন্দর এই ধরিত্রীর।
নির্মল বায়ু, উর্বর ভূমি, সবুজ বৃক্ষতল
সুস্থ থাকুক এই পৃথিবী, স্বচ্ছ নদীর জল ।
এই প্রকৃতির কাঁধে সকল জীবের ভার
তার প্রতি থামাও এবার ক্রুদ্ধ বিরুদ্ধাচার ।
জল-বায়ুর আধারেই নিহিত জীবের প্রাণ
প্রকৃতি রক্ষায় সুদৃঢ় হোক ন্যায়ের বিধান ।
বায়ু দূষণে রুষ্ট পৃথিবী, অকাতরে কাটি বৃক্ষ
বাস্তুভিটা, ফসলি জমি সকলই আজ রুক্ষ।
যিনি দিয়েছেন  সকল আসমান-জমিন
তার সৃষ্টি থাকুক অটুট, না হোক মলিন।।
জীব সত্তা  বেঁচে থাকুক প্রকৃতির নির্যাসে
প্রশান্ত বায়ু থাকুক নিঃশ্বাসে প্রশ্বাসে।
জীবে-অজীবে হোক কল্যাণ, থাকুক সাম্য ।
নির্মল পৃথিবীই আজ আমাদের কাম্য।