নীরব ছবি
মিনু গরেট্টী কোড়াইয়া (বৃষ্টিরানী)
========
এই ছবিটা ঝুলবে যখন, তোমার শোবার ঘরে
সেদিন জানি বাসবে ভালো, অনেক যতন করে ।।


না পাওয়ার আর দুঃখ বেদন, রইবে না তো মনে
আলতো করে সুখের পরশ, দেবে সংগোপনে ।।


হাজার লোকের মাঝে থেকেও, লাগবে তোমার একা
ভাববে তখন পাগলী মেয়ের, পেতাম যদি দেখা ।।


দেয়াল জুড়ে প্রজাপতি, হাজার রঙের ছবি
আমার মুখটি দেখে দেখে, ভরবে না মন কবি ।।


জানলা দিয়ে উড়বে বাতাস, বৃষ্টি ঝরবে চালে
ভাববে আমি আছি পাশে, সকাল সন্ধ্যা কালে ।।


নতুন কোনো কাব্য যখন, দেয়না ধরা এসে
দেখবে নীরব চোখের ভাষা, গল্প বলবে হেসে ।।


থাকতে কাছে চিনলে না তো, রাখলে দূরে দূরে
ছবি করেই রেখ আমায়, সারা দেয়াল জুড়ে ।।


২০ ফেব্রুয়ারি, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।