পাখিরে তুই যতই ডাকিস
ভোর হবেনা আমার
ঐমুখ যদি দেখতে না পাই
এঘর রবে আঁধার।।
চুপটি করে তার কানেতে
এই খবরটি বল
রাত পোহাবার আগেই যেন
ভাঙ্গে সকল ছল।।
জানে না সে এই অভিমান
বড়ই বেশি ভার
পাহাড় এনে ভাঙ্গলে বুকেও
ভাঙ্গবে না ঘুম আর।।
সকল থেকে দামী আমার
তারই মুখের কথা
নীরব থেকে অভিমানীর
বাড়ায় ব্যকুলতা।।
তার সাথে চাই একটি প্রহর
চাইনা হাজার দিন
তারই হাতে রইবে আমার
বেঁচে থাকার ঋণ।।
তার গানেতে ঘুমিয়ে পড়ি
তার ডাকে হয় ভোর
তার চোখেতে স্বপন দেখি
ভাঙ্গে দুঃখের ঘোর ।।
ওপাখি তুই জানিস আমার
দুঃখ জ্বালা কিসে
দে এনে তার খবর নইলে
মরব দহন বিষে।।


২ জুলাই ২০১৭
ঢাকা, বাংলাদেশ।