আশায় আশায় দিন ফুরালো
জমলো অভিমান-
রবির আলো ডুবলো ওপার
সবই হলো ম্লান ।।


কার আশায় বসে আছো
শুধায় নদীর ঢেউ -
অন্ধকারে এপথ ধরে
ফিরবে না তো কেউ !!


সাঝের পাখি ডেকে ডেকে
ফিরে আপন ঘরে -
একটি পলক না দেখলে
ফিরবো কেমন করে !!


নদীর মাঝি ঘরের টানে-
ভোলে নদীর মায়া -
ঘরকে ভুলে নদীর জলে
খুঁজি তোরই ছায়া ।।


মন খারাপের মেঘ জমেছে
আকাশ জুড়ে আজ
অভিমানের বৃষ্টি ঝরে
ভুলায় সকল কাজ ।।


নিঃশব্দে রাতের আঁধার
জড়িয়ে ধরে পায় -
তবু একা বসে আছি
তোরই অপেক্ষায় ।।


নাইবা যদি হলো দেখা
নাইবা কথা কিছু -
তবু আশা, যাবার বেলায়
ডাকবি আমায় পিছু ।।


সে ডাক শুনে অভিমানীর
ভাঙবে অভিমান -
সূর্য ডোবা নদীর বুকে
জেগে ওঠবে প্রাণ ।।


১০ নভেম্বর ২০১৫ ।