অভিমানী বৃষ্টি
অবশেষে তুমি আসবে....
দেখবে আমার ম্লান মুখে
নেমে এসেছে মৃত্যুর প্রশান্তি...
যে হাসিতে ভুলেছিলে তুমি
সারা জগৎ সংসার
সেই হাসিটা তখনও লেগে আছে
ঠোঁটের এককোণে.....
শেষবারের মত এসে
আমার পাশে বসবে
সেই নাম ধরে ডাকবে
দু'হাতে টেনে বুকে আনবে
বলবে "ভালবাসি, আজও অনেক ভালবাসি...."
কিন্ত সেদিন নিষ্ঠুর নীরবতা
আর আমায় জাগতে দেবেনা
মুখ ফেরাতে দেবনা
চোখ বেয়ে ঝরে পড়বে না
একফোটা অভিমানী বৃষ্টি....
সেদিন সকল দুঃখের অবসান হবে
বিদায় বাঁশির সুরে ভরে উঠবে ঘর
অন্ধকারে জ্বলে উঠবে মোমের আলো
ধূপের গন্ধে ভরে উঠবে চারিপাশ..
আমার জেগে উঠার অপেক্ষায়
তোমার মুহূর্তগুলো ম্লান হবে
কিন্তু আমার
চির অপেক্ষার নীল আকাশে
জমবে না আর অভিমানের সেই
ঘনকালো মেঘ.....


২৩ মে ২০১৭
ঢাকা, বাংলাদেশ