যখন তুমি মুখ ফিরিয়ে থাকো
আমার আকাশ মেঘে থাকে ঢেকে
দিনের আলো আসে না তো ঘরে
ভর দুপুরেই সূর্য ডুবে বেঁকে।।


দূরের বাতাস থমকে এসে কাছে
বোঝে আমার সকল অভিমান
অবুঝ মনে ভাঙতে দুঃখের ভার
নীরব সুরে ভরায় ব্যথার প্রাণ ।।


সাঁঝের বেলা সব পাখিরা ফেরে
সন্ধ্যা নামে যায় ফুরিয়ে খেলা
সকল পথিক ফিরে আপন ঘরে
মিছে আমার যায় ফুরিয়ে বেলা।।


তোমার পানে বাড়াই যখন হাত
কিসের ছলে যাও হারিয়ে দূরে
বিরহী রাত যায় যে কেঁদে কেঁদে
আমার বুকে বাজে বেদন সুরে।।


আমার ব্যথা যায় না মুখে বলা
তাইতো চোখে ব্যথার অশ্রু ঝরে
ক্লান্ত দেহ পথে চেয়ে চেয়ে
ভাঙ্গা ঘরটি অন্ধকারেই ভরে।।


তোমার ছায়া পড়লে আমার ঘরে
অন্ধকারেও জোৎস্না হেসে ওঠে
আলোর আকাশ মুখ লুকাবে যত
আমার মনে লক্ষ তারা ফোটে।।


তুমি এলে রাত পোহানোর আগে
সূর্য আমার হেসে উঠে ঘরে
রোদের সকাল ঢাকে কালো মেঘে
যখন একা যাও আমাকে ছেড়ে।।


আজও তুমি বুঝলে না তো ব্যথা
কিসের আশায় চেয়ে থাকি আমি
তোমার মুখের একটুখানি হাসি
মহাকাশের আলোর চেয়েও দামী।।


২৭ এপ্রিল, ২০১৭
ঢাকা, বাংলাদেশ