পথ চাওয়া
আজো আমি তোমায় ভেবে ভেবে
পড়ে থাকি একলা পথের পরে ;
আবার তুমি আসবে চরণ ফেলে
ডাকবে আমায় সেই নামটি ধরে।।
দিনের শেষে রাত্রি যখন আসে
দুচোখ ভরে ক্লান্তি আসে নেমে ;
ঘুমের ঘোরেও স্বপ্ন থাকে জেগে
এপথ চাওয়া যায়না তবু থেমে।।
কত পথিক করে আসা যাওয়া
দুহাত বাড়ায় সংগে নেবে বলে ;
হাত ইশারায় দেখাই দূরের পানে
আশায় থাকি তোমায় পাবার ছলে।।
পথের পাশে বইছে ছোট্টনদী
কত মাঝি নাও নিয়ে  যায় ভেসে ;
এপথ দিয়ে আসবে তোমার নাও
পথের শেষে মিলবো তোমার দেশে।।
আকাশ পথে বেড়াই তোমায় খুঁজে
যেথায় তুমি মেঘ হয়ে যাও দূরে;
বৃষ্টি হয়ে তোমায় ছুঁয়ে ছুঁয়ে
সারাবেলা বেড়াই উড়ে উড়ে।।
যে পথ দিয়ে হয়তো যাবে তুমি
ধুলো হয়ে রইবো পথের পরে ;
আলতো করে জড়িয়ে রবো পা
খানিক ধুলো রাখবো মাথায় ধরে।।
বুঝিনা তো তোমার চলার পথ
কোন্ সে পথে করবে আসা যাওয়া ;
কত দূরে রইলে আজো পড়ে
আর সহেনা সইতে এপথ চাওয়া।।
১০ মে ২০১৭।
ঢাকা, বাংলাদেশ।