প্রাণের দেবী, ওগো দুর্গা জননী
করো জগতের দুর্গতি নাশ;
ঘুচাও প্রাণের অবোধ-কালিমা
তাড়াও মনের সংকীর্ণ অভিলাষ ।।


পার্বতীরাণী তুমি নির্মলা দেবী
বিশ্ব ব্রহ্মার সৃষ্টি, সত্য-ভগবতী
জগত নন্দিনী, চির ভাস্বর তুমি
ঘুচাও জীবের মন্দ মতি-গতি ।।


মানুষের রাজ্যে দানবেরা সোচ্চার
দমে দমে ওরা করে হুঙ্কার
বাঁচাও ধরণী, থামাও তাণ্ডব
অসহায় বন্দির খুলে যাক দ্বার।


করো নির্বাণ, করে যারা সংহার
ভেঙ্গে দাও যত ধূম্র পাহাড়
তোমারে ভজে তোমাতে মজে
সুচি হোক এই জগত সংসার ।।


হতাশা- মর্মঘাতে নিমগ্ন জীবনে
তুমি এসে দাঁড়াও খুলে বাতায়ন
যেখানে পীড়ন- অতি অনাচার
বেজে উঠুক তরবারী ঝনাঝন ।।


শরতের শুভ্রতায় উঠুক সূর্য
বৃষ্টির গন্ধ মেখে ভিজুক খরা
শঙ্খনিনাদে পূজার আরশে
সাজুক প্রাণের মুক্ত বসুন্ধরা ।।


ডাকলে এস মা বিপুল তরঙ্গে
স্বর্গের শোভায় শারদ  তরীতে
এস মা ভক্তের নন্দিত স্মরণে
বন্দিত হোক নাম কাব্য ও গীতে ।।