প্রত্যাবর্তন (সনেট)
=========
আবার যদি আসি ফিরে সংসার তরে,
সুদৃঢ় পায়ে দাঁড়াবো নন্দন কাননে
বৃক্ষরূপে রবো সচল ভূমির পরে,
হিরামন শাখায় গাইবে ক্ষণে ক্ষণে
সন্ধ্যার আরতী রবে কোলাহল ভরে;
মিলিবে কুহুতান বালিকা বধু সনে
বিশুদ্ধ বায়ু বইবে কৃষাণীর ঘরে,
সমুজ্জ্বল রবে পত্র চাঁদের কিরণে ।


ডেকে লইবো তারে সুধাবারি বরণে'
বিশ্রাম দেবো স্নিগ্ধ সুশীতল বাতাসে;
ছায়াতলে বসে দিশাহীন পান্থজনে,
আয়ুকাল বাঁচিবে স্বস্থির নিঃশ্বাসে।।
ফুলে ফলে মধুরসে প্রফুল্ল বদনে
সাজাবো অরণ্য, যদি ডাক ফিরে আসে।।


২ জুলাই, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।