আমি তোমার নাম জানিনা
জানিনা কোনো পরিচয়
কি নামে ডাকবো বলো কবি
যদি কখনো বা দেখা হয় ??


হাতের স্পর্শ পাইনি কখনো
তবুও আমি বাঁচি সুখে
কবিতার মতো জড়াজড়ি করে
জড়িয়ে থাকো এ বুকে ।।
ঐ মুখ কখনো দেখিনি আমি
চোখে কি আলো ফোটে
ভাবি অকারণ ঐ মুখ ভাসে
আমারই হৃদয় পুটে ।।


তোমার জন্য চন্দন মাখি
কপালে সিঁদুর-টিপ
তুমি তো আমার লক্ষ তারায়
আকাশে জ্বালাও দীপ ।।


আমার সকল ভাবনার দুয়ারে
পায়ের শব্দ শুনি
আসো কি যাও-নাই ফিরে চাও
ভাবনায় জাল বুনি ।।


তুমি আমার অ-দেখা কবি
তবু সবখানে রও জুড়ে
কত গানে আর কবিতায় ডাকি
হাজারও নাম ধরে ।।


যদি কখনো অামাকে দেখার
সাধ জাগে ঐ মনে
আকাশের ঠিকানায় একটি কবিতা
লিখে দিও খুব যতনে ।।


সেই দিন আমি সব কাজ রেখে
রইবো পথ চেয়ে
নীল আসমান ভাসাবে ভেলা
তোমায়-আমায় নিয়ে ।।


নাইবা তোমার নাম হলো জানা
নাইবা হলো পরিচয়
প্রিয় নাম ধরে ডাকবো শুধু
যদি সেইদিন দেখা হয় ।।


৭ নভেম্বর ২০১৬।
সেদিনের ডাকে সারা দিয়ে প্রিয় কবি চিরদিনের জন্য হারিয়ে গেলো দূরের আকাশে.....................