প্রথম প্রেম
=======
যে আমায় দিয়েছে ভালোবাসার প্রথম প্রহরের দোল
বাগিচা জুড়ে তার নাম ধরে বেজে উঠে হিন্দোল ।।
তরঙ্গিত হয় মন যমুনা, পুলকি স্রোত উচ্ছাসে
আলো আঁধারে তার মুখখানি হৃদয় পটে ভাসে।।


তাকে জড়িয়ে হই চঞ্চল, তকে ভেবে রই স্থির
জাগে মনে মিলন-সমাহার, স্বপ্নেরা করে ভিড়।।
পরমপদ অভিলাষ তিনি, অনাদী পুরুষ বিদিত
তার কাছেই হই পরাজিত, রাণী বন্দিনী গৃহিত।।


তার ভাবনা জাগ্রত রাখে, নিশিতে রই ঘুমে
কখনো আসে বৃষ্টি হয়ে, বায়ু বহে মৌসুমে।।
আামি কেবলই তার প্রেমেই থাকি সমগুল ।।
স্বরসে পেখম মেলে নেচে উঠে কবিতার বুলবুল ।।


দুই বাহুতে যতনে রাখে, উষ্ণতা বাড়ায় শীতে ।।
সবকথা তার বুকের ভিতর বাজে মধু-সংগীতে ।।
তার বিরহে জোৎস্না বদন কেঁদে কেদে গম্ভীর
তারই স্পর্শ এক নিমেষে বৃষ্টি ঝরায় ঝিরঝির।।


তার হাত ধরে নির্ভয়ে আমি হেঁটে যাই বহুদূর
সীমানা ছাড়িয়ে কখনো বা ছুঁয়ে যাই সমুদ্দুর ।।
সকল মোহের মোহময় তিনি এ জগত সংসারে
মাধুরী মিশায়ে অর্ঘখানি ঢেলে দিই দেবতারে ।।


ছায়ার মত ঘুরি পিছে পিছে,
না মানি দিবানিশি
প্রথম প্রেমের মানস সে যে,
তারেই ভালোবাসি ।।


৫ জুলাই, ২০১৭
ঢাকা, বাংলাদেশ ।