ওপারে যাবার ডাক আসবে অকস্মাৎ
জীবৎকালের স্মৃতিটুকু রয়ে যাবে এপারে
অনন্ত পথে যেতে যেতে বইবে যেই বোঝা
না হোক তা মলিন, জীর্ণ-পাপভারে ?


আমরা তো কেবল ক্ষণিকের অতিথি
অদৃষ্ট জীবন যান ক্ষয়ে যাবে নিমেষে;
সকল দম্ভ চূর্ণ করে স্তব্ধ হবে নিঃশ্বাস
পুনর্বার নক্ষত্রবেশে  জ্বলবো হেসে হেসে ।।


মৃত্যুর ভয় যেনো ছাড়ে না তো পিছু
ক্রন্দন করে ব্যাথী শব লয়ে কাঁধে;
পরপারের ডাক শুনে বিচলিত প্রাণ
মৃত্যুর গন্ধ যেনো ঘুরে বেড়ায় অবাধে  ।


মিশে যায় সজ্জ্বিত দেহ ধুলার বসনে
পুড়ে যায় শ্মশানে জগতের মোহ;
ভোগের সমাপ্তি ঘটে শান্ত শয়নে
পরজন্মে স্বর্গলাভে-
এ জগতে না বাড়াই দ্রোহ ।।


বৃষ্টি রানী
মিনু গরেট্টী কোড়াইয়া