* বৃষ্টিরানীর শেষ ইচ্ছে *
(১৫ ফেব্রুুয়ারি, ২০১৭ তারিখে কলকাতা যাবার পথে ট্রেনে বসে লেখা আমার কবিতা )
শেষ ইচ্ছে
বলনা তোকে ছেড়ে যাবার, আর কি আছে ছল
বিলিয়ে দিয়ে গেলাম চোখের, এক সমুদ্র জল।।
ভেবেছিলাম যাবই ছেড়ে, আসবনা আর ফিরে
ভালবাসার এমনি বাঁধন, কি করে যাই ছিড়ে।।
মন খারাপের কথা যখন, গুমরে মরে বুকে
একলা তখন অচিন পথে, পালিয়ে বেড়াই দুঃখে।।
চোখের আড়াল চাইছি হতে, লুকিয়ে মনের বনে
কত ভালবাসলে তোরে, রাখবি আমায় মনে।।
তোরই কথা ভেবে ভেবে, কাটে আমার বেলা
শিমুল পলাশ যায় যে ঝরে, যায় হারিয়ে ভেলা।।
হৃদয় ভাঙিস অভিমানে, যখন কাছে থাকি
যাবার বেলায় এত দুঃখ, কোথায় তবে রাখি!!
এখান থেকে দুরের আকাশ, যাচ্ছে যতই দুরে
আমার কথা তেমনি দুরে, বাজছে বেদন সুরে।।
ইচ্ছে করে যাবার আগে, বাড়িয়ে দে তোর হাত
সব আভিমান ভুলে দুজন, কাটাই একটি রাত।।
সেই ক্ষন যদি না হয় মধুর, আর রবেনা দাবী
কি হবে আর ভেবে ভেবে, এমনি যদি কাঁদি।।
আজকে তোকে ছেড়ে যেতে, ভাঙছে পাহাড় বুকে
তবু আমার শেষ ইচ্ছে, থাকিস অনেক সুখে।।


১৫ ফ্রব্রুয়ারি ২০১৭