শেষ ভাবনা
মিনু কোড়াইয়া (বৃষ্টিরানী)


বন্ধু তোকে ছেড়ে যেতে আজ
বুকের ভিতর কষ্ট কেন বাড়ে
শেষের স্নানে শীতল জলের ছোঁঁয়ায়
সারা দেহে চিতার আগুন পুড়ে ।।


আজও আমার মিটলো না তো সাধ
তাইতো ব্যথায় কাঁঁদছে হৃদয় আজ
সাদা বসন জড়িয়ে রবে দেহে
চিতার আলোয় ভরবে সকল সাজ।।


জানি যাবার হয়নি সময় আমার
তবুও কেন নামলো আধার রাতি
ধুপের গন্ধে ভরবে আমার ঘর
কবর পরে জ্বলবে মোমের বাতি।।


পথের ধূলোয় ছড়িয়ে যাবে দেহে
সবাই এবার আনবে  ফুলের মালা
শেষ বেলাটি যায়না যেন কেঁঁদে
ফুলের ঘ্রাণে জুড়াক সকল জ্বালা ।।


দূরের পথে ডাকবনা আর তোকে
এপথ আমার নাইবা রইল জানা
আমার আগে যাচ্ছে যারা হেটে
তারাই হবে আপন, হবে চেনা।।


মরণ ব্যাধি বাধল আমার দেহে
ছাড়বে এমন নেইতো কোন আশা
আজকে রবি  ম্লান হয়েছে ভোরে
দুচোখ ভরে নামছে ঘুমের নেশা ।।


বন্ধু তোকে ছেড়ে যেতে আজ
ব্যথার পাহাড় ভাঙছে অবিরত
পাড়ে যাবার ভিড়লো এসে তরী
তারেই দেখে বাড়ছে আরও ক্ষত ।।


যাবার আগে নেইতো চাওয়া আর
এই দেহটি জড়িয়ে বুকে ধর্
সিদুর রাঙা সেই কপালের পর
দে পরিয়ে শেষ চুমুটি তোর ।।


৩ ফেব্রুয়ারি ২০১৭ ।