তুই যে আমার ভোরের সূর্য
জগত করা আলো-
আমার আকাশ তোকে ছাড়া
হয় যে আঁধার কালো ।।


বুকের মাঝে যত্নে রাখি
থাকিস চোখে চোখে-
রোদ-বৃষ্টি-ঝড়-বাদলে
আগলে রাখি তোকে ।।


তুই তো আমার বিশাল জগত
বেঁচে থাকার আশা -
দেখলে হাসি ঐ মুখেতে
ফুরায় অমানিশা ।।


তুই সূর্য, রাতের জোনাক
লক্ষ তারার আকাশ -
দু:খ-শোকে মায়ের আঁচল
দেয় যে মৃদু বাতাস ।।


তোর জন্য রেখে যাবো
সবুজ শ্যামল ভূমি
রোজ সকালে ঘুম ভাঙ্গাবো
তোর কপালে চুমি ।।


আমার মনের ইচ্ছে যত
দিয়ে যাবো তোকে
এই খোকাটাই শ্রেষ্ঠ মানুষ
বলবে যেনো লোকে ।।


১১ ফেব্রুয়ারি ২০১৬