শুধু কবিতার জন্য


শুধু তোমার কবিতার জন্য আমি
হাজার বছর বেঁচে থাকতে পারি
থাকতে পারি নীল যমুনার পড়ে
বুকের মাঝে সোনার মহল গড়ি ।।
তোমার গানে জাগবে সকল প্রাণ
খাতার পরে ঝরবে সুখের বাণী
আমার বুকে উঠবে সুখের ঢেউ
ভাববো আমি মহাকাব্যের রানী।।
সকাল দুপুর কিংবা সাঁঝের পথে
ভাসবে যখন আমার গানের ভেলা
ভরা জোয়ার বইবে খাতার পরে
জমবে তোমার কাব্য রসের খেলা ।।
রাত্রি যতই হউকনা গভীর কালো
তোমার সাথেই রইবো জেগে আমি
আমার কথা রাখবো ফেলে ধূলায়
তোমার কথাই সকল থেকে দামী ।।
তোমার কাব্য খুঁজবে যখন ভোর
আমি বরো ঐ আকাশে জেগে
বৃষ্টি হয়ে রাঙিয়ে দেবো সকাল
তোমার কথাই মাখবো গায়ে আগে ।।
সবাই যখন তোমার মুখে চেয়ে
বলবে হেসে এই তো মহা কবি
তখন আমি লুকিয়ে তোমার বুকে
ভিতর পাতায় আঁকবো সুখের ছবি।।
কোনখানে লিখনা আমার নাম
পাতা জুড়ে রইবে ওদের কথা
তোমার কথায় হাসুক সবার চোখ
থাকুক পড়ে আমার সকল ব্যথা ।।
তোমার কাব্য বলুক সবার কথা
অন্ধকারে দিক ছড়িয়ে আলো
তুমি হবে সূর্য আধার ঘরে
তবেই আমি বাসবো তোমায় ভালো।
কবি, শুধু তোমার জন্য আমি
হাঁটতে পারি কাটায় ভরা পথ
তোমার বোঝা বইবো আমার কাঁধে
ভাসাও তোমার মহাকাব্যের রথ ।।
৩০ নভেম্বর ২০১৬।