= স্নেহের মাতৃসদন =
তোমার হাত ধরে কত সবুজের পথে হেঁটেছি শৈশবে;
এখনও দুর্গম পথে তোমার স্পর্শ মেখে লই অনুভবে ।।
সতেজ রাখে আমায় তোমার শরীরে ঘামে ভেজা নির্মল ঘ্রাণ;
ছুটে আসি গভীর বেদনায় খুঁজি উদরের নিরাপদ অবস্থান। ।


কে রাখে ভুলায়ে আমার জাগ্রত সকল নিশি ?
বারবার মন্ত্রের মত জপি, মা তোমায় ভালোবাসি ।।
দিশেহারা হয়ে ছুটি দিগ্বিদিগ,
জীবন খেয়া আটকে থাকে কঠিন পাথরে ;
দু’হাত বাড়িয়ে টেনে লও তীরে,
আদরে লুকিয়ে রাখো জঠরে ।।


নিস্প্রভ হয় যখন প্রানবায়ু, সঙ্গে থাকেনা আর কেহ
তোমার কথা মনে ভাবি, দৈববাণীর মত বাড়ায় উৎসাহ।।
তুমি অনন্যা, আমার চোখে তুমিই মর্তের দেবী
প্রণত হই বারবার, মাগো তোমার চরণ সেবী ।।


তুমিই সকল নির্ভরতা, তুমিই আমার ভক্তিভাজন
উদিত হও সূর্যের মত, তুমি সকল কবিতার সৃজন ।।
তোমার হাসি হৃদয় আকাশে ফেলে তৃপ্তির ছায়া
বলো কে আছে জগত সংসারে, দেবে তোমার মত মায়া ।।


আজও সারি সারি স্বপ্নের শহরে তোমার হাত ধরে হাঁটি
তুমিই আমার ভুবন মোহিনী, তুমিই পরম খাটি ।।
আমার বুক জুড়ে গড়েছি আজ, স্নেহের মাতৃসদন
গর্বে অহংকারে ভরে থাক মা, তোমার মিষ্টি বদন।।


১৩ মে, ২০১৮
ঢাকা, বাংলাদেশ