নিঃশব্দ কালো রাত্রির পথ ধরে
হেঁটে যায় আমার বর্ণমালা-
গড়ে তুলে একএকটি পাহাড়সম শব্দ।
শব্দেরা জড়ো হতে থাকে একসাথে
তারপর গন্তব্য ঠিক করে
কে কোন পথে যাবে ;
তাদের পথ হয় ভিন্ন
উদ্দেশ্য একটাই-
কালো রাত্রিকে জাগিয়ে দেয়া.....
এক সময় ভোর হয়
ঢংঢং গীর্জার ঘণ্টা বেজে উঠে
সূর্য স্নান করে বেদীতে নত হয় শব্দেরা ;
ভজনা গানে সুর জাগায় অচেতন প্রাণে
সেই প্রাণ কেবলই ছুটে যায়
আলোর সন্ধানে......


১৩ মে ২০১৭
ঢাকা, বাংলাদেশ