মেঘের কোটরে জমাট বাঁধা বৃষ্টির জল
ধোঁয়া আর ধূলিতে মলিন বিশুদ্ধ বাতাস
পড়ে আছে পরিত্যাক্ত আবর্জনায়
বিষাক্ত মাটি-জল ও বায়ুর আস্তরণ ;
তবুও কঠিন পর্বত ঠেলে
প্রতিদিন ঘটে নতুন দিনের সূর্যোদয়
প্রকৃতির রোষালনে জ্বলে মানুষের দেহ
ধ্বংসের মুখে দাঁড়িয়ে ভূপাতিত জাতি
অবিরাম যুদ্ধ করে বাঁচে বিপর্যস্ত পৃথিবীতে
ঘটাতে সভ্যতার অমোঘ উত্তরণ ।।