তোমার হাতখানি বাড়াও, একটু ছুঁঁয়ে দিই
সৃষ্টি হোক আরও একটি  নতুন কবিতা
এক একটি শব্দের ভিতর থেকে ঝরে পড়ুক
আমার চোখের সবটুকু অশ্রু, সকল ব্যথা ।।


একবার কাছে এসে দেখ, চোখে চোখ রাখি
আকাশে মেঘ জমবে, হয়তো বৃষ্টি নামবে
শাপলা ফুটে রবে, হাসবে বিলের থইথই জলে
কষ্টরা বানে ভেসে সরে যাবে দূরে, নিরবে ।।


একবার দুয়ারে এসে দাঁঁড়াও, ভালবাসি বলো
আবারও ডাকো আমায় চেনা নাম ধরে
অপার সুখের স্রোতে আমি করবো এপার ওপার
বেদনা সকল ডুবে মরবে আথই সাগরে ।।


আমায় ফিরিয়ে দাও সেইসব সুখের দিন-রাত্রি
দুই চোখে জ্বলুক আলো, নামুক শান্তির ঘুম
আমায় সীমার মাঝে জেগে উঠুক অসীম ইচ্ছে
তৃষ্ণা-বেদনার মরুভূমে ফুটে উঠুক  কুসুম ।।


তোমার হাতখানি বাড়াও, টেনে নাও বুকের পরে
আমি ভেসে যাই ভোরের সূর্য উঠার মহাকাশে
গভীর অন্ধকারে, কিংবা কোনো এক ঝড়ের রাতে
তারা হয়ে আমি জেগে রই তোমারই পাশে ।।


২৮ ডিসেম্বর ২০১৬ ।।