STOP CHILD MARRIAGE


বাল্যবিয়ে
========
যতই থাকুন সংসারেতে, দুঃখ-দারিদ্রতা
সমাজ থেকে দাও সরিয়ে, বাল্যবিয়ের প্রথা।
কন্যা-শিশু বাবা মায়ের শ্রেষ্ঠ উপহার
দাও ফিরিয়ে তার জীবনে শিক্ষার অধিকার।
শিক্ষা ছাড়া নারীর জীবন, হবেই জানি ক্ষয়
বদলে ফেলো সমাজ ধারা, বাল্যবিয়ে নয়।
বাল্য বিয়ে বন্ধ করি, করি সচেতন
বাল্য বিয়ের প্রথা ভেঙ্গে, মুক্ত করি মন।
শিক্ষা ছাড়া নারীর জীবন, অন্ধকারে বাস
বাল্যবিয়ে একটি মেয়ের, জীবন করে নাশ।
বাল্যবিয়ের কুফল অনেক, বাড়ে মৃত্যুঝুকি
বন্ধ করি বাল্যবিয়ে, কন্যা থাকুক সুখি ।।
শিক্ষা নিয়ে কন্যা শিশুর জীবন পূর্ণ হয়
কোনোমতেই অষ্টাদশের আগে বিয়ে নয়।
কন্যা শিশুর জীবন গড়ি, মুক্ত করি ভার
বাল্য বিয়ে প্রতিরোধের, বিকল্প নাই আর।
পুত্র যেমন কন্যা তেমন, সমান অধিকার
কন্যার প্রতি সচেতন হোক, সমাজ-পরিবার ।।
=======
আমরা আমাদের আশেপাশের এলাকার মানুষদের সচেতন করতে পারি