সুবচন (চতুর্দ্দশপদী)
========
নির্দয়-দুর্বাক্য তোমার শব্দ বচনে
অবাধে বিক্ষিপ্ত করে মানব অন্তর
কিরূপ ধরো তুমি ঐ কটাক্ষ নয়নে
ভয়ে থেমে যায় প্রবাহ, গতি মন্থর।।
শোনো, ঝরে বৃষ্টির রিমঝিম কাননে
প্রাঞ্জল নহলী পল্লব, মাঠ-প্রান্তর
অলিরা বেড়ায় সুখে মধুর গুঞ্জনে
তেমনি সুশ্রাব্য থাক্ মুখে নিরন্তর;


কাব্যের স্তরে স্তরে থাকুক মধুসুধা
সুর মাধুর্যে ধরায় হোক বরিষণ
ঘুচাবে হৃদয়ে অতৃপ্তি, মিটাবে ক্ষুধা
তেমনি সত্য বাণী ছড়াও অনুক্ষণ;
সুশ্রাব্য ঝরুক মুখে, বাঁচুক বসুধা ।
ঘুচুক ক্লেশ, নিভে যাক তীক্ত দহন।।


১৮ জুলাই, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।।


আমার এই ক্ষুদ্র.চেষ্টায় যেটুকু ভুল রয়েছে সকলকে ক্ষমার চোখে পড়ার জন্য অনুরোধ জানাই।