সুকান্ত, জেগে উঠো আবার
==============
সুকান্ত, তুমি জেগে উঠো আবার
ভেঙ্গে দাও অন্ধকারে আচ্ছন্ন দ্বার
যেখানে প্রহসন আর নিষ্ঠুর প্রহার
নিশ্ছিদ্র আবাস রুদ্ধ কারাগার ।।


কম্পিত লড়াই উঠাও তরবারি
একসাথে আবার বিদ্রোহ করি
ভেঙ্গে পড়ুক সব রক্তের সিঁড়ি
বাতাসে উড়ুক শান্তির ঘুড়ি ।।


দুই হাতে সরিয়ে দেবো জঞ্জাল
রুদ্ধ দুয়ারে জ্বালাবো মশাল
সুকান্ত, তুমি ছেড় নাকো হাল
ডিঙ্গাবো নদী অশান্ত-উত্তাল ।।


দিকেদিকে দেখ বাড়ছে সংঘাত
মহাজ্ঞানী কাটছে মজুরের হাত
পাখির বক্ষে তীর করলো আঘাত
শুনতে কি পাও অশনি সম্পাত !!


সুকান্ত তুমি থেকো নাকো নীরব
উর্ধ্বগগনে দেখ ঝড়ের কলরব
অন্ধকারে সকলে ভুলেছে উৎসব
দগ্ধ হৃদয়ে বাজে শ্মশানের রব ।।


ধূলির ক্রীতদাস দলিত কষাঘাতে
বিভেদ বিরোধ ভাঙ্গো ঐ হাতে
অমৃত বাণী ছড়াও সংকীর্ণ পথে
জ্বলুক আলো বিদীর্ণ পৃথিবীতে ।।


সবুজ ফসল দেখ ঢাকছে বালুচর
অগ্নিবানে ঝরাও কলমের অক্ষর
তুমি তো আজও কথার যাদুকর
সুকান্ত, এবার তুমি ঘুচাও মন্বন্তর ।।


২৮ আগষ্ট, ২০১৭
ঢাকা বাংলাদেশ।


আমার সুকান্ত জাগবেই এবার!!!!!!!


২৮ আগষ্ট, ২০১৭
ঢাকা বাংলাদেশ।