তিমিরে অরণ্য
=============
তিমিরে বেড়ে উঠে এক অরণ্য অলক্ষ্যে অনাদরে
তবুও শাখা প্রশাখায়, লতায় পাতায় ঘটে উত্তরণ;
মাটির গর্ভ চিড়ে বেড়িয়ে আসে হাজার বীজপত্র
উচ্ছ্বসিত পাপড়ি নীরবে সূর্যকে করে অনুসরণ ।।


কুঁড়ির বুকে গোপনে বাজে জেগে উঠার স্পন্দন
বাতাসের স্পর্শে উল্লাসে কেঁপে ওঠে  পপলার পর্ণ;
নির্বাত ভূমিতে পথ খুঁজে বেড়ায় বাধাহীন শিকড়
স্তিমিত রাত্রির নিশ্চল নীরবতা ভেঙ্গে করে চূর্ণ ।।


মাটির আস্তরণ জুড়ে শুষ্ক বায়ু বৃষ্টিহীন তৃষ্ণা
তবুও অরণ্যে জাগে সম্ভাবনা, ভুলে যায় রোদন;
পাতার ফাঁকে আসমান খুঁজে ফিরে,  হয় বিমুগ্ধ
নিঃশ্বাসে ফিরে ফিরে আসে সুগন্ধ ভরা প্রস্রবণ ।।


তিমিরের মৌনতা ভাঙ্গতে ডাক দেয় না পাখি
সবুজ ঘাসের ডগায় লাগে না শিশিরের চুম্বন ;
তবু ফুলে ফুলে বিছানো অবরুদ্ধ সবুজ অরণ্য
শস্যে ভরা ক্ষেত্র, অকাতরে ঘটে পরাগমিলন ।।


৩ জানুয়ারি, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।