উত্তম পুরুষ
=============
ক্ষুদ্রকে তুমি ভালবেসেছ, অন্ধকে নিয়েছ বুকে
ছুটে গেছ তুমি জলকণা হয়ে,  যে ঘর পুড়ছে দুঃখে ।।
যেই জন কাঁদে অকাতরে ঐ, তার তরে বাঁধো গান
কোন জাদুতে ফোটাও হাসি, যার মুখ খানি ম্লান ।।
দেখলে তোমায় জননী সবার, ভাবে নিজ কোলধন
কত যে মায়ায় আঁচলে জড়ায়ে, ঘুচালে দুঃখির মন ।।
নিজের অশ্রু লুকিয়ে রেখে, তার দিকে বাড়াও হাত
যার চোখ ভাসে দুখ সাগরে, আসেনি স্বপ্নের রাত ।।
দেখিনি কখনো ঈশ্বর আমি, শুনিনি কি তাঁর ভাষা
তোমার বাণী নিরাশার বুকে,  জাগায় বাঁচার আশা ।।
প্রেম দিলে তুমি জগত ভরে, আঁধারে জ্বাললে আলো
তুমিই অপার করুণার আধার, সবারে বাসলে ভালো ।।
সূর্যের মুখ দেখেনা যে ভোরে, মোহেতে যে রয় ঘুমে
তোমায় বীণা জাগায় তারে, আদরে কপোলে চুমে ।।
কি রূপে তুমি সেবিছো সবারে, জানে সে অন্তর্যামী
মানুষই তুমি, উত্তম পুরুষ, তুমিই হও চিরস্বামী ।।


১৩ জুলাই, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।