যার বাণী আজ বাতাসে ছড়ায়
তৃষিত হৃদয় তাঁর পানে ধায়
তাঁরই ধ্যানে কাটে দিবানিশি;
ভোরের আলো ডেকে যায় ফিরে
একা বসে রই আমি এই ঘরে
উদাস করে যায় তাঁর বাঁশি।।


সুরে সুর সাধি বসে নিরালায়
তাঁর নাম যপি বেলা অবেলায়
পরম শান্তি পাই সেই নামে ;
একবার যদি পাই বাহুডোরে
আর সব সাধ যায় যাক মরে
চরণ ধ্বনি বাজুক ধরাধামে।।


শুনেছি সেই জন অনেক গুনী
মমতায় ভরা হৃদয়খানি
যদি একবার তাঁরে দেখি চোখে ;
এ ভবসংসারে মিটবে পিয়াস
তাঁর ছোঁয়াতে নাশিবে ত্রাস
অমৃত বাণী অন্তরে নেবো মেখে।।


আকাশ ধরণী তাঁরই মহিমায়
এক সুরে জীবে গান গেয়ে যায়
পুলকিত হয় যত নরকূল ;
তার ডাক শুনে থেমে যায় ঝড়
ঘুমিয়ে পড়ে সব অশান্ত সাগর
গন্ধ বিলায় ঝরা ঐ বকুল।।


তাঁর ডাকে জাগে সকল রাতি
প্রথম প্রভাতে তাঁরেই প্রণতি
ভক্ত জনে মজে তার প্রেমে ;
ঠাই লয় পায়ে ক্ষুদ্র নরাধম
তিনিই মহান অতীব উত্তম
খুঁজে পাই তাঁরে অন্তরধামে।।


৪ জুন, ২০১৭
ঢাকা, বাংলাদেশ