বুলবুল


মৃন্ময়


উড়িয়ে ধ্বজা তীব্র বেগে
     আসল যে বুলবুল।
           অদৃষ্টের উপহাসে আজ
               অতিষ্ট জীবকুল।


বাড়িয়ে শক্তি আসলো ধেয়ে,
     প্রলয় নাচন তার।
            লন্ডভন্ড নিঝুম রাতে,
                 প্রকৃতির একি মার!


সাগরমাঝে শানে সে অস্ত্র,
     যুদ্ধের দামামা!
            শিব তান্ডব দেখি যেন সবে
                  সাধ্যি যে কার থামা।


দুরু দুরু বুক, কপালেতে ঘাম,
      ডঙ্কা বাজে যে শঙ্কার!
            সৃষ্টি যেন ধ্বংসের পথে,
                  যমের দুয়ারে দরবার।


এক লহমায় একি তান্ডব!
      ভূলুণ্ঠিত গাছ , ঘর ।
            ফসলেতে রোষ, কি যে আক্রোশ!
                  মিশেছে মাটির পর।


জল থৈ থৈ ক্ষেত ভরা ধান,
       পানের বরজে রুদালির গান,
              সন্ত্রাসের এই বিভীষিকা মাঝে
                   কেঁদে ওঠে তাই বোবা অভিমান।


গৃহহীন কত মানুষ আজকে,
      বাসাহীন পাখিরা।
             ধ্বংশলীলায় বাদ নেই কেউ,
                    মানুষ ও বাকিরা।


উড়েছে যে চাল, মাথায় আকাশ
      পেটেতে নেই খাবার।
             কালকের রাজা, আজকে ফকির!
                    কষ্টের সংসার।


ক্রন্দন রোল ওই শোনা যায়
      স্বজন হারানো নিশিতে।
             শেষ সম্বলটুকু সমাধিতে ঢাকা
                    বুলবুল হাসে নিভৃতে।