কলেজ


মৃন্ময়


কলেজ মানে শুধুই পড়া?
মোটেই তা সে নয়।
       কলেজ মানে, আগামীর ডাক-
       পোক্ত ভিতের জয়।
কলেজ মানে খুনসুটি আর
ক্যান্টিনেতে আড্ডা।
       কলেজ মানে অসাবধানে,
       সামনে তোমার গাড্ডা!
কলেজ মানে পি এন পি সি,
বিড়ি কিংবা সিগারেট।
       কলেজ মানে ফ্যান্টাসি আর
       ফুচকা খাওয়া ভরপেট।
কলেজ মানে উড়তে শেখা,
খাঁচা ভাঙা পাখী।
       কলেজ মানে কাজল কালো
       হয়তো কারো আঁখি!
কলেজ মানে হটাৎ করে
পালিয়ে সিনেমা যাওয়া।
       কলেজ মানে ক্লাস কাট আর
       কোরাসে গান গাওয়া।
কলেজ মানে রঙ্গীন সাজ আর
মাঠেতে হৈ চৈ।
       কলেজ মানে রাত্রি জাগা
       ভবিষ্যতের মই।
কলেজ মানে ভালো লাগা,
হঠাৎ আসা প্রেম!
       কলেজ মানে পরীক্ষা আর
       টেনশনেরই গেম।
কলেজ মানে কর্মক্ষেত্র
চাকরির সন্ধান।
       কলেজ মানে বেপরোয়া,
       বিজয় অভিযান!
কলেজ মানে সাঁতার কাটা
স্রোতের উল্টো দিকে,
       কলেজ মানে জীবন গড়া
       উচিত শিক্ষা শিখে।