আমিও লাশ হবো
-------------------------
কোন একদিন হয়ত আমিও লাশ হবো।
নিয়নের আলো তে আমার রক্তের  রঙ দেখাবে কালো।
এই রাজেপথে ই হয়ত নিথর হবো
দেখিবার আহাজারি নিয়ে নিভে যাবে আলো।
কোন একদিন হয়ত আমিও লাশ হবো।


কোন একদিন হয়ত আমার মাথার খুলি
রাজপথে চৌচির হবে মগজে মাখবে ধূলি।
হয়ত ঘাতক চাকার চাপে ভাঙ্গবে বুক
আকার বদলে থেঁতলে যাবে আমার মুখ।
কোন একদিন হয়ত আমিও লাশ হবো।

কোন একদিন তোমাদের শহরে
আমার নামে থাকবে না কেউ
কেউ ডাকবে না আমায় ভাববে না
আমি যে তোমাদের ছিলাম কেউ।


সেই শহরে ধূলিভরা রাজপথে
অজস্র মানুষের ভীরে হারিয়ে যাবো।
পত্রিকায় পাতায় শোক সংবাদ হয়ে
কোন একদিন হয়ত আমিও লাশ হবো।