বিষক্ষয়
------


"ছেলে হয়েছে",নাম কি রাখলি?"
"আজ্ঞে  কর্তা,
নাম করোনা।"
বলিস কি!!কি সর্বনাশা নাম!
তোর কি আক্কেল বল তো!!
এই নাম কেউ কখনো রাখে।
"আজ্ঞে  কর্তা, আমি নিরুপায়। "


বাড়ি আমার শ্মশান হইল,
শুরুতেই বাপ গেল,
লগ ধরিল মা।
বউখান পোয়াতি ছিল,
বাপের বাড়ি ছিল বলে
রক্ষে পেল যা।


মোর কপাল। হারামি অসুখ পিছ লইল।
বাপেরবাড়ি হানা দিল।


মরল বউয়ের ঢ্যামনা বাপ
নেশাখোর মামু।
পোয়াতি বউ চিক্কুর দেয়
"সময় হলো।
"অহন বাড়িত আমু"।


সোনার বরণ পোলা
দেখে মনে লাগে ডর।
করোনা যদি দেয় মরণ কামড়।
কর্তা কয়,
তাই বলে এমন ধারা নাম কিভাবে হয়?
ঐ আর কি।
আকালে তিষ্ঠায় যদি
নামের বিষে বিষক্ষয়।