এই শহরে আমি থাকি না
-------------------------------
শোনো খবর।
আমার এই শহর
যেখানে আমি থাকি,
এখানে আমি থাকি না।


এই জ্যামে এই ধোঁয়ায়
নষ্ট বাতাসে ধূলোর ছোঁয়ায়
আমি কি থাকি?
এখানে আমি থাকি না।


আমি থাকি শঙ্খ নদীর পার
পুরোনো রাজবাড়ি সামনে সিংহদুয়ার।
সকাল টা আমার দেখা হয় না
ঘুঘু ডাকা দুপুরে ঘুম ভাঙে আমার।


বিকেলটা আমি বসি নদীর তীরে
স্কেচখাতা পেন্সিল আর রং সাথে,
সন্ধে হলে আমি টানা বারান্দাতে
তুমি আমি পাশাপাশি আলাপে।


রাতে পূর্ণিমাতে  উতাল হওয়া জোছনাতে
শঙ্খ নদীর হিম বাতাস আসে জানলায়
অপার্থিব সেই সময়ে তোমার বাহুতে
অবিশ্বাস্য স্বপ্নের মতো দিন কেটে যায়।


এই যে শহর
আমার এই শহর
যেখানে আমি থাকি,
এখানে আমি থাকি না।
আমি থাকি শঙ্খ নদীর পার
পুরোনো রাজবাড়ি সামনে সিংহদুয়ার।