একজন পিতা
--------------------
এখানে বাঁশবাগানের পাশে
শুয়ে আছেন তিনি  অবশেষে।
এখানে শুয়ে আছেন একজন পিতা
একজন ভঙ্গুর  সময়ের নেতা।
নির্বাহী ক্ষমতাধর প্রবল প্রতাপের পারিবারিক   কর্তা।


সময়ের আর শরীরের দামে
তিনি তুলে  নিয়েছেন শাসনের শৃঙ্খল
গড়ে তুলেছেন এক  সৈন্যদল।
চমৎকার অনুশীলনে গড়া এক দল।
লড়াই উপযোগী ছোট চৌকষ দল।


তিনি এখানে শুয়ে আছেন
সেই সেনাপতি সেই শাসক ধুলোর দামে
এত পরিচয়ের পরও শায়িত লাশের নামে।


তার গড়া সৈনিকেরা আজও লড়ে
আজও তার কথা মানে।
আজও মনে হয় তার আওয়াজ বাজে
বাড়ির  কানায় কানায় সকাল সাঁজে।
সেই সেনাপতি আজ একাই ঘুমায়
বাঁশ বাগানের একলা কোনায়।


এখানে বাঁশবাগানের পাশে
শুয়ে আছেন তিনি  অবশেষে।
কবরের যখন জমে  শুকনো পাতা
এখানে শুয়ে থাকেন তিনি
এখানে ঘুমিয়ে থাকেন একজন পিতা।