একজন সম্রাজ্ঞী
-----------------------


একজন সম্রাজ্ঞী চলে গেলেন,
সকালে খুটখাট আওয়াজ শুনেই তিনি চোখ না মেলেই আওয়াজ দিতেন-
মশারী খুলে ফেলেন।
কখনো দিনের অলস ঘুম
ভাঙ্গানো পর জানলাম
তিনি ভূতের স্বপ্ন দেখছিলেন।
সেই সম্রাজ্ঞী চলে গেলেন।


ঘরের মেঝে রান্নাঘর পড়ার টেবিল  চোখ বুলিয়ে অস্থির হয়ে বলেন সারা ঘর অগোছালো কেন!!
কেন বারান্দায় ময়লা জমে
তাড়াতাড়ি ময়লা ফেলেন।
সেই সম্রাজ্ঞী চলে গেলেন।


রাতে বারান্দায় জোড়া পাখির ঘুম দেখানোর মানুষ নেই,
নেই রাত জেগে গল্প বলার
কিংবা সিনেমা দেখার সংগী।
পাহারায় বসিয়ে তিনি চলে গেলেন।
খাটে বসে রাজ্য চালানো সেই সম্রাজ্ঞী চলে গেলেন।


পাহারায় বসে চৌকিদার
চুলা জালায়, ঘর সামলায়।
চৌকিদার ভাবে
সম্রাজ্ঞী আবার আসবেন।।
খুব শিগগির আবার আসবেন।।