ঘুম
------
আমি ঘুমাই অভিমানে
আমি ঘুমাই অভিযোগে
পরাজয়ের লজ্জা মুছতে
আমি ঘুমাই বা ঘুমিয়ে পড়ি।


নিয়ম ছাড়া এই শহরে
দুষ্ট মানুষের এই জনপদে
আমি হাঁপিয়ে পড়ি,
আমি ঘুমাই বা ঘুমিয়ে পড়ি।


একটি ভালো স্বপ্ন দেখবো বলে
নতুন দিন দেখবো বলে
ঘুম ভাঙা এক শহরে
আমি ঘুমাই বা ঘুমিয়ে পড়ি।


ঈশ্বরের প্রতিশ্রুতি দেখবো বলে
ইতিহাসের পুনরাবৃত্তি দেখবো বলে
আমি অপেক্ষা করি।
আমি আশার আশে অবিচল বিশ্বাসে
ঘুমিয়ে ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে পড়ি।