কেমন আছো
-----------------
নবনী,
কেমন আছো।
সাতসমুদ্র তের নদী ওপারে
যেখানে শীত নামে তুষার ভারে
অথবা চেরির লাল রঙের দিনে
টেমসের জল যখন সময়ের  টানে
অবিরাম বহমান আপন মনে
এইসব নিয়ে তুমি  কেমন আছো?


শীতের সকালে  শিউলি  ফুলের ভারে
কোন গাছ কি তোমার চোখে পড়ে,
নবনী,
এখনো কি একমুঠ শিউলি নেওয়ার ইচ্ছে হয়
নাকি, বহুদিনের ক্ষমাহীন গাঢ় এক স্মৃতি মনে হয়।
পাতাঝড়া দিনগুলো চলে যায় এক মনে
এইসব নিয়ে তুমি কেমন আছো।


কেমন আছো, হয়তো তুমি ভাবোই না
হয়তো সমুদ্রের ঢেউয়ের মতো আছরে পড়ছ
তোমার আগত  প্রতিটি দিনের উপর।
আমি তোমার মতো সমুদ্র হতে পারি নি
অনড় পাহাড়ের মতো  স্থির হয়ে
তোমার অপেক্ষায় আছি।
সংগোপনেও মনে হয়নি
তুমি হয়তো আমায় ভুলেই গেছো,
আমি এখনো ভাবি তোমায়
অবিরাম বাতাসে কান পাতি জানতে
নবনী, কেমন আছো।