খুব জানতে ইচ্ছে হয়
------------------------------
আর কতো পথ হাঁটলে
কেউ পৌছায় ঠিকানায়
আর কতো উপার্জনে
নিজেকে  বনেদী মনে হয়
আর কতো পুড়ে খাটি সোনা হয়,
খুব জানতে ইচ্ছে হয়।


কত ঘামে কত শ্রমে
সেরাদের সেরা হতে হয়
খুব জানতে ইচ্ছে হয়।
কত বড় হলে আকাশ ছোঁয়া যায়
কতটা সময় পেরোলে সবরের মিঠা ফল পায়
কতটা সয়ে গেলে সফল হয়
খুব জানতে ইচ্ছে হয়।


এখনো জানি না
কতোটা ভালোবাসলে তোমাকে পাওয়া যায়
কতোটুকু হাত বাড়ালে তোমার হাত ছোঁয়া যায়।
এখনো জানি না
তোমার আমার এই পরিচয়
কোনদিন সত্যি কি আর হয়?
খুব জানতে ইচ্ছে হয়।