নগর বাউল
----------------
অনেক দিন আগে আমি তোমাদের এই শহরে এসেছিলাম।
সাথে একটা ব্যাগ আর এই সুরের যন্ত্র।
তারপর থেকেই আমাকে দেখা গেল
তোমাদের রাস্তায়, গলির মোড়ে
বিপনি বিতান, পানশালার ভিড়ে।


এখানে  আমি সুর তুলেছি
বাজিয়েছি বিস্তর।
তোমাদের কেউ কেউ ঘাড় ঘুরিয়ে
তাকিয়েছে দুপহর।


খুচরা পয়সা বাড়িয়ে দিয়েছে কেউ
দিয়েছে হাততালি বলেছে শাবাশ।
পানশালার ছোট কোনাটা সাজিয়ে
আমি নিয়মমতো মানিয়ে নিয়েছিলাম।


এক বিকেলে একজন স্পষ্ট
আমাকে থামিয়ে দিল, বললো
আপনার বুঝি অনেক কষ্ট।
আমি তার কাজল কালো চোখে তাকিয়েছিলাম।


তারপর?  তারপর
তোমাদের শহর ছেড়ে আমি চলে গিয়েছিলাম
সেই করুণা মাখা চোখ থেকে পালিয়ে আরেক শহরে।
সাথে একটা ব্যাগ আর এই সুরের যন্ত্র।
তারপর থেকেই আমাকে দেখা গেল
আবারও  রাস্তায়, গলির মোড়ে
বিপনি বিতান, পানশালার ভিড়ে।


নগর বাউলের ঠিকানা থাকে না
থাকে না নিজের কিছু
শুধু সুর তোলা বাজিয়ে চলা
পালিয়ে চলা সময়ের পিছু।