নদীর নাম ডাহুক
----------------------
উত্তরের এই জনপদে
আমি অনেক কাল আগেই এসেছিলাম।
যখন শোনা গিয়েছিল  বখতিয়ারের ঘোড়ার খুরের শব্দ।
তখনই জন্মসাল আমার নামও নতুন লব্ধ।
তখন ও বলেছি আমি
আমার নাম ডাহুক
আমি ডাহুক নদী।


তখন ছিল আমার শৈশবের নতুন ঢেউ
সেইদিনের সেই মানুষেরা নেই কোথাও কেউ।
কি তীব্র আনন্দে আমি ঝাপিয়ে পড়তাম
তোমাদের জনপদে
ভাসিয়ে দিতাম  ভূমি
যৌবনের উছছাসে নেচেছি আমি
উপরে আকাশ ললাট নিচে মাটি চুমি।
তখন ও বলেছি আমি
আমার নাম ডাহুক
আমি ডাহুক নদী।


সেই সব দিন গিয়েছে কবে
শোনা যায় না বখতিয়ারের ঘোড়ার খুরের  শব্দ
তারপরও আমি যে আছি তোমাদের সাথে হয়ে স্তব্ধ।
আমার স্রোত থেমেছে
থামেনি তোমাদের সময় এক পল।
এখনো সেই আমিই আছি
আমার নাম ডাহুক
আমি ডাহুক নদী
আমি একবুক নিয়ে জল  
তোমাদের সাথে দাড়িয়ে অটল।