প্রিয় স্বদেশ
------------


তোমার দিকে  তাকায়নি কেউ
বলেনি কেউ কেমন আছো?
কেমন আছো প্রিয় স্বদেশ?

তোমার নদীতে সবাই ভেসেছে
কতো  হেসেছে নাড়িয়ে ঢেউ
বলে নি কেউ বুঝেনি কেউ
নদীর চোখেও জল আছে।

মাটি খুঁড়ে
এফোঁড় ওফোর বুক ফুড়ে
ফসলের শীষ তুলেছে।
ভাবেনি কেউ
মাটির ও কান্না আছে।

আগুন জ্বেলে  ধোঁয়া উড়িয়ে
তোমার আকাশ দেখেনি কেউ
আসেনি মনে সংগোপনে
তোমারও  শ্বাসে কষ্ট আছে।



হিজলের বনে আর দক্ষিনে
শালবনে আর শ্বাসমূলে
মেতেছে সবাই জানে নি কেউ
বনেরও যে একা লাগে।


চোখের জলে সংগোপনে
কষ্টের নিঃশ্বাসে এত অভিমানে,
কেমন আছো?আছো কি বেশ?
কেমন আছো  প্রিয় স্বদেশ?