পুত্রের অপেক্ষায়
---------------------
বাবা,তোমার চমৎকার গাড়ি,
ঝকঝকে জুতো,গাঢ় লাল টাই।
অথচ এতটা হেঁটে স্কুলে যেতে
ছিল না নরম  কেডস, শার্টও একটাই।


বাবা,তোমার ড্রয়িংরুমে ঝালর বাতি
চোখ বোজা আরামের বসন।
সেই বেলাতে হারিকেনের আলোয়
কাঠের চেয়ারে নিত্য আয়োজন।


বাসায় দুটো ফ্রিজ ভরতি খাবার
ওভেন কিচেনে এলাহি কারবার।
সেই সময়ে দুবেলা আহার
জানিনা হয়েছে কবার।


বাবা,তোমার এখন  বেশুমার টাকা
ইদ শপিং এ ব্যংকক ঢাকা।
সেই সময়ে দুই ইদে এক কাপড়
সেলামি দেয়ার পকেট ও ফাঁকা।


বাবা,তোমার এখন অভাব গেছে পিছে,
কষ্টের দিন শেষে সব পেয়েছ তুমি
শুধু আমি হঠাৎ  হলাম মিছে।


তোমার আমার এখন  দূরত্ব বেড়েছে
তুমি  আছো গুলশানে।
এবারের ইদে,
বাবা তোমার অপেক্ষায় আমি
এখন  বয়স্ক পূনর্বাসনে।